পিএসএল ২০২৪ সময়সূচি, স্কোয়াড, দল, ভেন্যু
পিএসএল ২০২৪ সময়সূচি, স্কোয়াড, দল, ভেন্যু
পিএসএল ২০২৪ সময়সূচি, দল, স্কোয়াড, ভেন্যু সকল কিছুই প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আর মাত্র কিছুদিন তারপর শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম সেরা লিগ পিএসএলের নবম আসর। PSL 2024 কে ঘিরে সকল ধরণের প্রস্তুতি শেষ করেছে পিসিবি।
পিএসএল ২০২৪ সময়সূচি, স্কোয়াড, দল, ভেন্যু |
অর্থের ঝনঝনানি ক্রিকেটের টানটান উত্তেজনা সকল কিছুই রয়েছে Pakistan Super League এ। তাই সারা বিশ্বের ক্রিকেট প্রেমিরা পিএসএল ২০২৪ দেখার অপেক্ষায় রয়েছে। নিচে পিএসএল ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
পিএসএল ২০২৪ আসর
পিএসএল ২০২৪ আসর আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হবে। PSL 2024 Session এ মোট ৬ টি দল অংশগ্রহণ করবে। পিএসএল নবম আসরে ম্যাচ হবে ৩৪ টি। 2024 Pakistan Super League পাকিস্তানের ৪ টি মাঠে আয়োজিত হবে। পিএসএলের নবম আসরের পর্দা নামবে আগামী ১৮ মার্চ।
পিএসএল ২০২৪ দল
পিএসএল ২০২৪ আসরে অংশগ্রহণ করবে ৬ টি দল যারা এরিমধ্যে নিলাম থেকে তাদের দল ঘোচানোর কাজ শেষ করেছে। পিএসএল নবম আসরের শিরোপা জিতার জন্য সবগুলো দল মুখিয়ে আছে। নিচে PSL 2024 Team গুলোর তালিকা দেওয়া হলো,
- লাহোর কালান্দার্স।
- করাচি কিংস।
- মুলতান সুলতান।
- কোয়েটা গ্ল্যাডিয়েটর।
- ইসলামাবাদ ইউনাইটেড।
- পেশোয়ার জালেমি।
পিএসএল ২০২৪ ভেন্যু
2024 Pakistan Super League (PSL) নিয়ে একসময় গুঞ্জন উঠেছিল যে, পিএসএল এবার পাকিস্তানের বাহিরে অনুষ্ঠিত হতে পারে। তবে শেষ পর্যন্ত সকল গুঞ্জনের সমাপ্তি ঘটালো পিসিবি তারা পিএসএলের নবম আসর পাকিস্তানের মাঠিতে আয়োজন করবে। এরিমধ্য পিএসএলের ভেন্যুর তালিকা প্রকাশ করেছে পিসিবি। পিএসএল ২০২৪ এর ভেন্যু তালিকা নিচে উল্লেখ করা হলো,
- গাদ্দাফি স্টেডিয়াম, করাচি - ধারণক্ষমতা ২৭০০০ জন।
- মুলতান ক্রিকেট স্টেডিয়াম - ধারণক্ষমতা ৩০০০০ জন।
- ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়াম - ধারণক্ষমতা ৩২০০০ জন।
- রাওলপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম - ধারণক্ষমতা ১৫০০০ জন।
পিএসএল ২০২৪ সময়সূচি
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
---|---|---|---|
১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৯:০০ পিএম | লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড | গাদ্দাফি স্টেডিয়াম |
১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৩:০০ পিএম | কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম পেশোয়ার জালমি | গাদ্দাফি স্টেডিয়াম |
১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৮:০০ পিএম | মুলতান সুলতান বনাম করাচি কিংস | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৮:০০ পিএম | কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম লাহোর কালান্দার্স | গাদ্দাফি স্টেডিয়াম |
২০ ফেব্রুয়ারি ২০২৪ | ৮:০০ পিএম | মুলতান সুলতান বনাম ইসলামাবাদ ইউনাইটেড | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
২১ ফেব্রুয়ারি ২০২৪ | ৩:০০ পিএম | পেশোয়ার জালমি বনাম করাচি কিংস | গাদ্দাফি স্টেডিয়াম |
২১ ফেব্রুয়ারি ২০২৪ | ৮:০০ পিএম | লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতান | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
২২ ফেব্রুয়ারি ২০২৪ | ৮:০০ পিএম | কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম ইসলামাবাদ ইউনাইটেড | গাদ্দাফি স্টেডিয়াম |
২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৮:০০ পিএম | মুলতান সুলতান বনাম পেশোয়ার জলমি | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৮:০০ পিএম | লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস | গাদ্দাফি স্টেডিয়াম |
২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৩:০০ পিএম | মুলতান সুলতান বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৮:০০ পিএম | পেশোয়ার জলেমি বনাম লাহোর কালান্দার্স | গাদ্দাফি স্টেডিয়াম |
২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৮:০০ পিএম | ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালেমি | গাদ্দাফি স্টেডিয়াম |
২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৮:০০ পিএম | মুলতান সুলতান বনাম লাহোর কালান্দার্স | গাদ্দাফি স্টেডিয়াম |
২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৮:০০ পিএম | করাচি কিংস বনাম ইসলামাবাদ ইউনাইটেড | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৮:০০ পিএম | কোয়েটা গ্ল্যাডিয়েটর বনাম করাচি কিংস | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
২ মার্চ ২০২৪ | ৩:০০ পিএম | পেশোয়ার জালেমি বনাম লাহোর কালান্দার্স | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
২ মার্চ ২০২৪ | ৮:০০ পিএম | কোয়েটা গ্ল্যাডিয়েটর বনাম ইসলামাবাদ ইউনাইটেড | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
৩ মার্চ ২০২৪ | ৮:০০ পিএম | মুলতান সুলতান বনাম করাচি কিংস | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
৪ মার্চ ২০২৪ | ৮:০০ পিএম | ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালেমি | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
৫ মার্চ ২০২৪ | ৮:০০ পিএম | মুলতান সুলতান বনাম পেশোয়ার জালেমি | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
৬ মার্চ ২০২৪ | ৩:০০ পিএম | কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম করাচি কিংস | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
৬ মার্চ ২০২৪ | ৮:০০ পিএম | লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
PSL 2024 পরবর্তী ম্যাচসমূহ
৭ মার্চ ২০২৪ | ৮:০০ পিএম | ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
৮ মার্চ ২০২৪ | ৮:০০ পিএম | কোয়েটা গ্ল্যাডিয়পটর বনাম পেশোয়ার জালেমি | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
৯ মার্চ ২০২৪ | ৮:০০ পিএম | লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
১০ মার্চ ২০২৪ | ৩:০০ পিএম | মুলতান সুলতান বনাম ইসলামাবাদ ইউনাইটেড | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
১০ মার্চ ২০২৪ | ৮:০০ পিএম | লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিটরস | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
১১ মার্চ ২০২৪ | ১০:০০ পিএম | করাচি কিংস বনাম পেশোয়ার জালেমি | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
১২ মার্চ ২০২৪ | ১০:০০ পিএম | মুলতান সুলতান বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
১০ মার্চ ২০২৪ | ১০:০০ পিএম | কলিফায়ার (১ বনাম ২) | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
১০ মার্চ ২০২৪ | ১০:০০ পিএম | এলিমিনেটর১ (৩ বনাম ৪) | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
১৬ মার্চ ২০২৪ | ১০:০০ পিএম | এলিমিনেটর২ (কলিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর ১ জয়ী) | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
১৮ মার্চ ২০২৪ | ১০:০০ পিএম | (কলিফায়ার বনাম এলিমিনেটর২) ফাইনাল | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
বি:দ্র: সকল ম্যাচ বাংলাদেশের সময়সূচি অনুযায়ী শুরু হবে।
পিএসএল ২০২৪ স্কোয়াড বা খেলোয়াড় তালিকা
পিএসএল ২০২৪ আসরে অংশগ্রহণ করা সবগুলো দল তাদের শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে। ২০২৪ পিএসএল আসরকে ঘিরে সবগুলো দল তাদের অনুশীলন শুরু করেছে। চলুন শেষ মূহুর্তে জেনে নেয়া যাক পিএসএল ২০২৪ আসরে অংশগ্রহণ করা দল গুলোর খেলোয়াড় তালিকা বা স্কোয়াড সম্পর্কে,
কোয়েটা গ্ল্যাডিয়েটরস পিএসএল ২০২৪ স্কোয়াড
রিলি রসু, মোহাম্মদ ওয়াসিম, জেসন রয়, ওয়ানিন্দু হাসরাঙ্গা, সরফরাজ আহমেদ, আবরার আহমেদ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ আমির, উইল স্মেড, সৌদ শাকিল, সাজ্জাদ আলী, উসমান কাদির, আদিল নাজ, খাজা নাফে, আকিল হোসেইন, সোহেল খান, ওমাইর ইউসুফ, শেরফেন রাদারফোর্ড, বিসমিল্লাহ খান ও সুফিয়ান মুকিম।
পেশোয়ার জালমি পিএসএল ২০২৪ স্কোয়াড
বাবর আজম, রোভম্যান পাওয়েল, সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, মোহাম্মদ হারিস, আমির জামাল, খুররম শাহজাদ, হাসিবুল্লাহ খান, আসিফ আলী, নবীন-উল-হক, উমাইর আফ্রিদি, ড্যান মসলি, গুস অ্যাটকিনসন, মোহাম্মদ জিশান, লুঙ্গি এনগিদি, মেহরান মুমতাজ, নূর আহমেদ, সালমান ইরশাদ, আরিফ ইয়াকুব, শামার জোসেফ, আরশাদ ইকবাল ও লুক উড।
মুলতান সুলতানস পিএসএল ২০২৪ স্কোয়াড
মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, উসামা মীর, আব্বাস আফ্রিদি, ইহসানুল্লাহ, ফয়সাল আকরাম, দাউদ মালান, রিজ হেনড্রিকস, রিস টপলি, তৈয়ব তাহির, শাহনওয়াজ দাহানি, মোহাম্মদ আলী, উসমান খান, ইয়াসির খান, ক্রিস জর্ডান, আফতাব ইব্রাহিম, ডেভিড উইলি ও জনসন চার্লস, মুহাম্মদ শাহজাদ।
লাহোর কালান্দার্স পিএসএল ২০২৪ স্কোয়াড
শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, ডেভিড উইজ, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক, জামান খান, মির্জা বেগ, রশিদ খান, ফখর জামান, সাহেবজাদা ফারহান, মোহাম্মদ ইমরান, আহসান ভাট্টি, ড্যান লরেন্স, জাহানদাদ খান, সৈয়দ ফরিদৌন, শাই হোপ, কামরান গুলাম, রাসি ভ্যান ডের ডুসেন, ভানুকা রাজাপাকসে ও তৈয়ব আব্বাস।
করাচি কিংস পিএসএল ২০২৪ স্কোয়াড
জেমস ভিন্স, হাসান আলী, শান মাসুদ, শোয়েব মালিক, তাবরাইজ শামসি, মীর হামজা, মুহাম্মদ আখলাক, ইরফান খান, মোহাম্মদ নওয়াজ, কাইরন পোলার্ড, ড্যানিয়েল সামস, টিম সেফার্ট, মোহাম্মদ আমির খান, আনোয়ার আলী, আরাফাত মিনহাস, সিরাজুদ্দিন, সাদ বেগ, জেমি ওভারটন, জাহিদ মেহমুদ, লিউস ডু প্লোয় ও মোহাম্মদ রোহিদ।
ইসলামাবাদ ইউনাইটেড পিএসএল ২০২৪ স্কোয়াড
শাদাব খান, নাসিম শাহ, ইমাদ ওয়াসিম, আজম খান, ফাহিম আশরাফ, অ্যালেক্স হেলস, কলিন মুনরো, রুম্মান রইস, টাইমাল মিলস, ম্যাথু ফোর্ড, সালমান আগা, কাসিম আকরাম, শাহাব খান, হুনাইন শাহ, উবায়েদ শাহ, শামিল হোসেন, টম কুরান, জর্ডান কক্স, হায়দার আলী ও ওবেদ ম্যাককয়।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url