ইন্টার মায়ামি খেলা কবে ২০২৪, Inter Miami Schedule 2024
ইন্টার মায়ামি খেলা কবে ২০২৪, Inter Miami Schedule 2024
ইন্টার মায়ামি খেলা কবে ২০২৪ বা ২০২৪ সালে ইন্টার মায়ামির খেলার সময়সূচি জানতে চেয়েছেন অনেকেই। আপনারা সবাই জানেন ইন্টার মিয়ামি ফুটবল ক্লাবে বর্তমানে খেলছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। লিওনেল মেসি ফ্রান্সের ক্লাব পিএসজি থেকে ইন্টার মিয়ামিতে পাড়ি জমিয়েছিলেন। তারপর থেকেই Inter Miami FC খেলার সময়সূচি জানার জন্য হাইপ উঠে।
আল নাসের খেলার সময় সূচি ২০২৪ |
কারণ লিওনেল মেসি যে Inter Miami তে জয়েন করেছে। Inter Miami সামনে নতুন আরেকটি বছর। ২০২৪ সালে ইন্টার মিয়ামি কোন সময় কোথায় খেলবে এই নিয়ে এখন বিস্তারিত আলোচনা করা হবে। চলুন তাহলে জেনে নেয়া যাক ইন্টার মিয়ামি খেলা কবে ২০২৪ বা ইন্টার মায়ামি খেলার সময়সূচি ২০২৪ সম্পর্কে।
ইন্টার মায়ামি কোন দেশের ক্লাব
ইন্টার মায়ামি বা ইন্টার মিয়ামি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফুটবল ক্লাব। ইন্টার মিয়ামি ফুটবল ক্লাবের পুরো নাম হলো ইন্টার মিয়ামি সিএফ। ইন্টার মিয়ামি ফুটবল ক্লাবের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। তারপর ২০২০ মৌসুমে মেজর লিগ সকার (এমএলএস) খেলতে শুরু করে ক্লাবটি৷ বর্তমানে লিওনেল মেসিকে দলে নিয়ে সারা ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে Inter Miami CF।
ইন্টার মায়ামি - এর র্যাঙ্ক
ইন্টার মায়ামি - এর র্যাঙ্ক হিসাব করলে সারা বিশ্বে ফুটবল ক্লাব গুলোর র্যাঙ্কে ইন্টার মিয়ামির অবস্থান ১৫৮০ নাম্বার স্থানে। তবে উত্তর আমেরিকার ক্লাবগুলির মধ্যে ইন্টার মায়ামি রয়েছে ২৩ নম্বর স্থানে। লিওনেল মেসি দলে আসার পর থেকে ইন্টার মায়ামি ক্লাব র্যাঙ্কে উপরে আসতে শুরু করে।
ইন্টার মিয়ামি হোম ম্যাচ ২০২৪ যাদের বিপক্ষে
ইন্টার মিয়ামি ২০২৪ সালে নিজেদের মাঠে খেলবে যে দলগুলোর বিপক্ষে খেলবে তার তালিকা নিচে দেওয়া হলো,
রিয়েল সল্ট লেক, অরল্যান্ডো সিটি এসসি, সিএফ মন্ট্রিল, নিউ ইয়র্ক সিটি এফসি, কলোরাডো র্যাপিডস, ন্যাশভিল এসসি, নিউ ইয়র্ক রেড বুলস, ডিসি ইউনাইটেড, আটলান্টা ইউনাইটেড, সেন্ট লুইস সিটি এসসি, কলম্বাস ক্রু, টরন্টো এফসি, শিকাগো ফায়ার এফসি, এফসি সিনসিনাটি, ফিলাডেলফিয়া ইউনিয়ন, শার্লট এফসি, নিউ ইংল্যান্ড বিপ্লব।
ইন্টার মিয়ামি অ্যাওয়ে ২০২৪ ম্যাচ যাদের বিপক্ষে
ইন্টার মিয়ামি ২০২৪ সালে অ্যাওয়ে মাঠে খেলবে যে দলগুলোর বিপক্ষে খেলবে তার তালিকা নিচে দেওয়া হলো,
এলএ গ্যালাক্সি, ডিসি ইউনাইটেড, নিউ ইয়র্ক রেড বুলস, স্পোর্টিং কানসাস সিটি, নিউ ইংল্যান্ড রেভোলিউশন, সিএফ মন্ট্রিল, অরল্যান্ডো সিটি এসসি, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস, ফিলাডেলফিয়া ইউনিয়ন, ন্যাশভিল এসসি, শার্লট এফসি, এফসি সিনসিনাটি, শিকাগো ফায়ার ইউনাইটেড, নিউ ইয়র্ক সিটি এফসি, কলম্বাস ক্রু, টরন্টো এফসি।
ইন্টার মায়ামি খেলা কবে ২০২৪, Inter Miami Match Schedule 2024
Inter Miami ফুটবল ক্লাব ২০২৪ সালে যে সমস্ত ম্যাচ খেলবে তার সূচি প্রকাশিত হয়েছে। ঘোষিত সময়সূচি অনুসারে ইন্টার মিয়ামি ফুটবল দলের ২০২৪ সালে পরবর্তী খেলা আগামী ১৬ ফেব্রুয়ারি নিউওয়েল্যস এর বিপক্ষে। নিচে Inter Miami Match Schedule 2024 দেওয়া হলো,
- ১৬ ফেব্রুয়ারি ২০২৪-৬:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম নিউওয়েল্যস, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ২২ ফেব্রুয়ারি ২০২৪-৭:০০ এএম, ইন্টার মিয়ামি বনাম রিয়েল সল্ট লেক, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ২৬ ফেব্রুয়ারি ২০২৪-৭:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম এলএ গ্যালাক্সি, মর্যাদা স্বাস্থ্য ক্রীড়া পার্ক।
- ৩ মার্চ ২০২৪-৩:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম অরল্যান্ডো সিটি এসসি, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ৮ মার্চ ২০২৪-৮:০০ এএম, ইন্টার মিয়ামি বনাম টিবিডি।
- ১১ মার্চ ২০২৪-৪:০০ এএম, ইন্টার মিয়ামি বনাম সিএফ মন্ট্রিল, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ১৪ মার্চ ২০২৪-৬:১৫ এএম, ইন্টার মিয়ামি বনাম টিবিডি।
- ১৭ মার্চ ২০২৪-১২:০০ এএম, ইন্টার মিয়ামি বনাম ডিসি ইউনাইটেড, অডি ফিল্ড।
- ২৪ মার্চ ২০২৪-১২:০০ এএম, ইন্টার মিয়ামি বনাম নিউ ইয়র্ক রেড বুলস, রেড বুল এরিনা।
- ৩১ মার্চ ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম নিউ ইয়র্ক সিটি এফসি, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ৭ এপ্রিল ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম কলোরাডো র্যাপিডস, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ১৪ এপ্রিল ২০২৪-৬:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম স্পোর্টিং কানসাস সিটি, অ্যারোহেড স্টেডিয়াম।
- ২১ এপ্রিল ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম ন্যাশভিল এসসি, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ২৮ এপ্রিল ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম নিউ ইংল্যান্ড, জিলেট স্টেডিয়াম।
- ৫ মে ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম নিউ ইয়র্ক রেড বুলস, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ১২ মে ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম সিএফ মন্ট্রিল, স্টেড সাপুতো।
- ১৬ মে ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম অরল্যান্ডো সিটি এসসি, এক্সপ্লোরিয়া স্টেডিয়াম।
- ১৯ মে ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম ডিসি ইউনাইটেড, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ২৬ মে ২০২৪-৮:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস, বিসি স্থান।
- ৩০ মে ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম আটলান্টা ইউনাইটেড, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ২ জুন ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম সেন্ট লুইস সিটি এসসি, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ১৬ জুন ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া ইউনিয়ন, সুবারু পার্ক।
- ২০ জুন ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম কলম্বাস ক্রু, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ৩০ জুন ২০২৪-৬:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম ন্যাশভিল এসসি, জিওডিস পার্ক।
- ৪ জুলাই ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম শার্লট এফসি, ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়াম।
- ৭ জুলাই ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম এফসি সিনসিনাটি, টিকিউএল স্টেডিয়াম।
- ১৮ জুলাই ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম টরন্টো এফসি, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ২১ জুলাই ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম শিকাগো ফায়ার এফসি, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ২৫ আগস্ট ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম এফসি সিনসিনাটি, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ১ সেপ্টেম্বর ২০২৪-৬:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম শিকাগো ফায়ার এফসি, সৈনিক ক্ষেত্র।
- ১৫ সেপ্টেম্বর ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া ইউনিয়ন, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ১৯ সেপ্টেম্বর ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম আটলান্টা ইউনাইটেড, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম।
- ২২ সেপ্টেম্বর ২০২৪-১২:০০ এএম, ইন্টার মিয়ামি বনাম নিউ ইয়র্ক সিটি এফসি, ইয়াঙ্কি স্টেডিয়াম।
- ২৯ সেপ্টেম্বর ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম শার্লট এফসি, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
- ৩ অক্টোবর ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম কলম্বাস ক্রু, লোয়ার স্টেডিয়াম।
- ৬ অক্টোবর ২০২৪-৫:৩০ এএম, ইন্টার মিয়ামি বনাম টরন্টো এফসি, বিএমও ফিল্ড।
- ২০ অক্টোবর ২০২৪-৪:০০ এএম, ইন্টার মিয়ামি বনাম নিউ ইংল্যান্ড, ডিআরভি পিএনকে স্টেডিয়াম।
এখানে ইন্টার মিয়ামির সকল ম্যাচ বাংলাদেশের সময়সূচি অনুযায়ী দেওয়া হয়েছে।
ইন্টার মায়ামি লাইভ খেলা
ইন্টার মায়ামি লাইভ খেলা দেখার সবচেয়ে নির্ভর যোগ্য স্থান হলো Apple tv কারণ অ্যাপেল টিভিতে ইন্টার মিয়ামি সব খেলা সরাসরি দেখা যায় তার জন্য অবশ্য তাদের পেইড প্যাকেজ কিনতে হয়।
তাছাড়া বাংলাদেশ থেকে ইন্টার মিয়ামির খেলা লাইভ দেখার অন্যতম উপায় হলো অনলাইন। অনলাইনে HD Streamz, Yacin tv, Sportzfy app ইত্যাদি ব্যবহার করে Inter Miami all match live দেখা যায়।
ইন্টার মায়ামির অধিনায়ক কে?
বর্তমান সময়ে ইন্টার মায়ামির অধিনায়ক হলেন লিওনেল মেসি। মেসি মূলত ইন্টার মায়ামিতে জয়েন দেয়ার পর থেকেই ইন্টার মিয়মির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এখনো পর্যন্ত লিওনেল মেসির অধিনায়কত্বে খেলা বেশির ভাগ ম্যাচ ইন্টার মিয়ামি জয়লাভ করছে। তাই লিওনেল মেসিকে ইন্টার মিয়ামির অন্যতম সফল অধিনায়কও বলা হয়।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url